September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 8:16 pm

এশিয়ান স্কুল দাবায় খুশবুর স্বর্ণপদক

অনলাইন ডেস্ক :

উজবেকিস্তানের তাসখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণপদক লাভ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সঙ্গে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান। গত বুধবার নবম বা শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু উজবেকিস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সঙ্গে ড্র করেন।

এ ইভেন্টে ভারত, কাজাকস্তান, রাশিয়া, উজবেকস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের ২২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জপদক পান।