অনলাইন ডেস্ক :
অনেক নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। আর বাংলাদেশ এশিয়া কাপ মিশন শুরু করবে ৩১ আগস্ট। ৩১ আগস্ট এশিয়া কাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর নিজদের দ্বিতীয় ম্যাচ খেলতে শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল। ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব-লিটনরা। গ্রুপ পর্বের দুটি ম্যাচ দুই দেশে খেলবে টাইগার। এশিয়া কাপে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য অংশগ্রহণকারী দেশগুলোকে চাটার্ড বিমান দেবে এসিসি।
গণমাধ্যমকে এমনটায় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল ইউনুস বলেন, ‘আমাদের তো লাহোরেতে যেতে হবে। শুরুতে শ্রীলংকায় খেলা, প্রথম রাউন্ডে দুইটা ম্যাচ আছে আমাদের, পাকিস্তান- শ্রীলঙ্কা মিলিয়ে। যেতে হবে, কিছু তো করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আমাদের আবার ম্যাচ। যাত্রাটা যেন আরামদায়কভাবে হয় সেজন্য এসিসি থেকে চাটার্ড বিমান দেওয়া হবে। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে।’ টুর্নামেন্ট চলাকালীন নিয়মিত যাতায়াত ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলে বলে মনে করেন বিসিবির এই কর্তা।
তিনি আরও বলেন, ‘যাতায়াত করলে তো সব সময় একটা প্রভাব পড়েই। আপনি যদি বিমানে যান তাহলে ২-৩ ঘন্টা আগে যেতে হয়… লাগেজ নিয়ে যেতে হয় এ ছাড়া মানসিক শক্তিরও বিষয় আছে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান তো খুব কাছে না, যেহেতু এসিসি সিদ্ধান্ত নিয়েছে। সবাই মেনেছে, আমাদেরও মেনে নিতে হয়েছে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা