October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 24th, 2022, 8:03 pm

এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

২০২৩ সালে বাহরাইনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আসর। ১৬ দলের মূল পর্বের আগে এ বছরের অক্টোবরে মাঠে গড়াবে বাছাইপর্ব। মঙ্গলবার (২৪ মে) মালয়েশিয়ার কুয়ালামাপুরে ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ‘ই’ গ্রুপের বাছাইয়ের সবগুলো ম্যাচ হবে বাংলাদেশে। এ বছরের ১ থেকে ৯ অক্টোবর মাঠে গড়াবে বাছাইপর্ব। মূল আসরের স্বাগতিক বাহরাইন, তাই সরাসরি জায়গা করে নিচ্ছে তারা। বাছাই টপকে মূল আসরে জায়গা করে নেবে ১৫টি দল। বাছাইয়ে দশ গ্রুপে অংশ নিচ্ছে ৪৪টি দেশ। ছয় গ্রুপে চারটি করে এবং চার গ্রুপে পাঁচটি করে দল জায়গা পেয়েছে। দশ গ্রুপের সেরা দশ দল এবং সেরা পাঁচ রানার আপ দল জায়গা করে নেবে মূল আসরে।