October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 11th, 2021, 8:34 pm

এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট বিক্রি হলো ৮ কোটি ২২ লাখ ডলারে

অনলাইন ডেস্ক :

এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টটি বিক্রি হয়েছে আট কোটি ২২ লাখ মার্কিন ডলারে। হংকংয়ের মাউন্ট নিকলসনে ওয়ারফ হোল্ডিংস ও নান ফাং ডেভেলপমেন্ট লিমিটেড এই অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছে। প্রতিষ্ঠান দুটির হিসেবে অ্যাপার্টমেন্টটির প্রতি বর্গফুটের দাম পড়েছে ১৭ হাজার ৯৭৩ ডলার। চার হাজার ৫৪৪ বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির সঙ্গে পাওয়া যাবে তিনটি গাড়ি রাখার জায়গা। অজ্ঞাতনামা ওই ক্রেতা মাউন্ট নিকলসনে আরেকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর দাম পড়েছে প্রায় ছয় কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এর আগে গত ফেব্রুয়ারিতে সিকে অ্যাসেট হোল্ডিংস লিমিটেড বোরেটরোড প্রকল্প এলাকায় প্রতি বর্গফুট ১৭ হাজার ৪৫৯ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিল। এবার সেই দামকে ছাড়িয়ে গেলো মাউন্ট নিকলসনের অ্যাপার্টমেন্টটি। এশিয়ার বাণিজ্য নগরী হিসেবে পরিচিত হংকংয়ে জমির স্বল্পতা থাকায় এখানে আবাসন খরচ বেশি। নগরীর ধনীদের জন্য তৈরি করা হয়েছে মাউন্ট নিকলসনের অতিবিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো।