December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 7:47 pm

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

অনলাইন ডেস্ক :

কোনোভাবেই যেন রাজনৈতিক টানাপোড়েনের শেষ হচ্ছে না। যে কারণে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ২০২৩ এশিয়া কাপে দেখা যাবে না ভারতকে! মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সচিব জয় শাহ। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করলে ভারতের আপত্তি নেই। বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানের মাটিতে আমাদের দল খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে। ‘সর্বশেষ ২০০৬ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ভারত। ওই সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছি। এরপর দ্বিপাক্ষিক সিরিজ হলেও পাকিস্তানে যায়নি ভারত। তবে ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে তারা পাকিস্তানে গিয়েছিল। সেটাই শেষ। ২০১২ সালের পর রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে যায়। বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর ছাড়া দুই দলের আর দেখা হয় না।