October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 22nd, 2023, 7:51 pm

‘এষা মার্ডার’ ছবিতে বাঁধন

অনলাইন ডেস্ক :

‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নতুন ছবির নাম ‘এষা মার্ডার’। কপ ক্রিয়েশনস ও বিঞ্জ অ্যাপের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার। গত মঙ্গলবার বনানীর একটি রেস্টুরেন্টে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা সানী সানোয়ার। ‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধন যেসব ছবি ও ওয়েব ছবি করেছেন, তাতে তাঁর প্রতি ভক্ত-দর্শকদের আগ্রহ ক্রমেই বেড়েছে। ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’, ‘গুটি’ ও বলিউড ছবি ‘খুফিয়া’র পর কোন ছবি হাতে নেন বাঁধন, সেটির প্রতি আগ্রহ ছিল সবার।

নারীপ্রধান গল্পের ছবি ‘এষা মার্ডার’-এ বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে। বাঁধন বলেন, ‘গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারে জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’ পরিচালক জানালেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।