November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 12th, 2024, 12:42 pm

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ রবিবার (১২ মে) সকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

বেলা ১১টার পর অনলাইনে বা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এসএমএসের মাধ্যমে ফল পেতে প্রার্থীদের এসএসসি (SSC), বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর, তারপরে প্রার্থীর রোল নম্বর ও বছর লিখতে হবে এবং 16222 নম্বরে বার্তাটি পাঠাতে হবে।

একজন পরীক্ষার্থী যদি ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়ে থাকেন এবং তার রোল যদি 123456 হয়ে থাকে তাহলে ফল পেতে তাকে ‘SSC Dha 123456 2024’ লিখে 16222 নম্বরে বার্তা পাঠাতে হবে।

অনলাইনে ফল পাওয়ার জন্য http://www.educationboardresults.gov.bd/ এই ঠিকানায় যেতে হবে।

উল্লেখ্য, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

১৫ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা যথাক্রমে ১২ ও ২০ মার্চ শেষ হয়।

—–ইউএনবি