September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 30th, 2021, 12:23 pm

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯৩.৫৮ শতাংশ

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪.০৮ শতাংশ, মাদরাসায় ৯৩ দশমিক ৩৩ শতাংশ এবং কারিগরি পরীক্ষায় ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল অনুষ্ঠানটি হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠান থেকে ২২ লাখ ৭৮ হাজার ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ লাখ ৫৫ হাজার ৯৬ ছাত্র এবং ১১ লাখ ২৩ হাজার দুজন ছাত্রী। তাদের মধ্যে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সংক্ষিপ্ত পাঠ্যসূচি নিয়ে তিনটি ইলেকটিভ বিষয়ে গ্রুপভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষ হয় ২৩ নভেম্বর।

—ইউএনবি