চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হবে। এবার পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে।
ব্যবহারিক পরীক্ষাসহ এসএসসি পরীক্ষা শেষ হবে ২০ জুলাই।
পরীক্ষার জন্য শিক্ষার্থীদের দুই ঘণ্টা সময় দেয়া হবে। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য এক ঘণ্টা ৪০ মিনিট।
২০ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পরীক্ষার সিলেবাস পুনঃসংশোধন করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২২ আগস্ট।
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে করোনা মহামারির কারণে গত দুই বছর এই পরীক্ষাগুলো সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়নি।
—ইউএনবি
আরও পড়ুন
আসন্ন কোরবানীর পশুরহাটে ছোট ও মাঝারি গরুর তীব্র সঙ্কটের আশঙ্কা
শিক্ষককে পিটিয়ে হত্যা: সেই ছাত্র গ্রেপ্তার
সিলেটে ফের বৃষ্টি, বন্যার অবনতির আশঙ্কা