October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 8:52 pm

এসপি হলেন সিলেটের দুই পুলিশ কর্মকর্তা

জেলা প্রতিনিধি, সিলেট :
অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি.এম. আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.মাহফুজ আফজাল।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (পঞ্চম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হলো।’
গেল সপ্তাহে পুলিশ সুপার পদমর্যাদার ১১৯ জনকে অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ পদে পদোন্নতি দেওয়া হয়। এর আগে ১২ মে অতিরিক্ত ডিআইজি থেকে ৩২ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।