October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 4th, 2022, 7:52 pm

ওকাম্পোসের গোলে সেভিয়ার জয়

অনলাইন ডেস্ক :

লুকাস ওকাম্পোসের দ্বিতীয়ার্ধে দেয়া একমাত্র গোলে কাদিজের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে সেভিয়া। গত সোমবার এই জয়ে লা লিগার শীর্ষ পয়েন্টধারী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধানে পৌঁছে গেছে ক্লাবটি। এদিকে ওইহান সানসেটের হ্যাটট্রিকে অ্যাথলেটিক বিলবাও ৩-১ গোলে ওসাসুনার বিপক্ষে জয়লাভ করেছে। এ ছাড়া তলানির ক্লাব লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ভিয়ারিয়াল। পয়েন্ট তালিকার একেবারেই নীচের দ্বিতীয় অবস্থানে থাকা কাদিজের রক্ষনের বিপক্ষে রোববার যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে সেভিয়াকে। অবনমনের হুমকীতে থাকা ক্লাবটিকে বাগে আনতে প্রচুর ঘাম ঝড়াতে হয় শীর্ষস্থানীয় ক্লাবটিকে। শেষ পর্যন্ত ৫৮ মিনিটে ইভান রাকিটিচের যোগান থেকে গোলখরা দূর করেন আর্জেন্টাইন তারকা ওকাম্পোস। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সেভিয়া। এক ম্যাচ হাতে রেখে তাদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। এদিকে লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে ভ্যালেন্সিয়াকে টপকে পয়েন্ট তালিকার অস্টম অবস্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। ম্যাচের অস্টম মিনিটে বাউলে ডিয়া গোলের খাতা খোলার পর পাউ টরেস ও জেরার্ড মোরেনোর আরো দুই গোলের সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়ারিয়াল। ম্যাচের ৭৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন ম্যানুয়েল ট্রিগুয়েরোস। ৫ মিনিট পর মোরেনো নিজের দ্বিতীয় গোল করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় ভিয়ারিয়ালের। এদিকে হেরে যাওয়া লেভান্তে তাদের ১৯টি লীগ ম্যাচ থেকে এ পর্যন্ত সংগ্রহ করেছে মাত্র ৮ পয়েন্ট। নিরপাদ অবস্থান থেকে এখনো আরো ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। গতকালের জয়ে বিলবাও উঠে গেছে তালিকার দশম অবস্থানে। সানসেটের হ্যাটট্রিক তাদেরকে অসাধারণ ওই জয়টি এনে দিয়েছে। ম্যাচের ১০ মিনিটে কিকের গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল স্বাগতিক ওসাসুনা। কিন্তু এরপর নিজের নায়কোচিত পারফর্মেন্স উপহার দিতে থাকেন ২১ বছর বয়সি সানসেট। প্রথমার্ধে দুই গোল করার পর বিরতি থেকে ফিরে ৬৮তম মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন তিনি।