October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 7th, 2023, 8:02 pm

ওটিটিতে নতুন রূপে কারিনা

অনলাইন ডেস্ক :

ওটিটিতে কারিনা কাপুর খানের অভিষেক হতে চলেছে। ছবির নাম ‘জানে জা’। সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ হয়েছে এর ট্রেলার। আর তাতে এমন কারিনাকে আবিষ্কার করা গেল যাকে এর আগে দেখেনি কেউ। অভিনয়, লুক, বডি ল্যাঙ্গুয়েজে এ যেন অন্য এক কারিনা। অন্ধকার জগতের খুঁটিনাটি এবং জমজমাট ক্রাইম থ্রিলার এটি। সুজয় ঘোষ পরিচালিত ছবিটির ট্রেলার এরইমধ্যে মন কেড়েছে দর্শকের। কালিম্পং-এ সেট করা ছবিটিতে কারিনার চরিত্র মায়া ডি সুজাকে ঘিরে আবর্তিত হয়েছে।

একজন সিঙ্গেল মা, যাকে তার প্রাক্তন স্বামীর হুমকির সম্মুখীন হতে হয়েছে বারবার। সৌরভ সচদেব অভিনয় করেছেন সেই চরিত্রে। একবার তিনি নিখোঁজ হয়ে যান। তথন তার সহকর্মী এবং পুলিশ করণ আনন্দ, তাকে খুঁজতে আসে। এখানে কারিনাকে তার প্রতিবেশী নরেন ব্যাসকে সাহায্য করতেও দেখা গেছে। ট্রেলারটি দর্শকদের মুগ্ধ করেছে। কারণ, একজন নেটিজেন লিখেছেন, এটা থেকে আর ভালো কী হতে পারে। বিজয়ের সঙ্গে কারিনার রসায়ন। কারিনার জন্মই হয়েছে সিনেমার জন্য। তার পর্দার উপস্থিতি দেখলে, আপনি চোখ সরিয়ে নিতে পারবেন না। এতটাই কৌতূহল জন্মাবে এই ছবিতে।

অন্য একজন বলেছেন, ট্রেলার দেখে একেবারে মুগ্ধ! কারিনার উপস্থিতি কখনওই মুগ্ধ করতে ব্যর্থ হয় না। একজন ভক্ত হিসেবে, আমি তাকে এমন একটি ভ‚মিকায় দেখে আনন্দিত যা তাকে তার অবিশ্বাস্য পরিসর প্রদর্শন করায়। ছবিটি নিয়ে কারিনা কপুর খান বলেন, আমি খুবই উত্তেজিত ছবিটি নিয়ে। এই প্রথম দর্শকরা আমাকে একটি থ্রিলারে দেখতে পাবেন। একটা দারুণ অভিজ্ঞতা হবে এক্ষেত্রে। ‘জানে জা’র এমন একটা স্ক্রিপ্ট, যা আমি প্রথমবার শুনেই হ্যাঁ বলেছিলাম। জানা গেছে, ২১শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।