October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 10th, 2022, 8:09 pm

ওটিটিতে মাধুরী, এক সপ্তাহে ভিউ ১১ মিলিয়ন

অনলাইন ডেস্ক :

বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। এখনও সমানভাবে ভক্তদের মনে বিশাল জায়গা দখল করে আছেন তিনি। তার অভিনয় ও নাচে মুগ্ধ বলি পারা। সম্প্রতি নেটফ্লিক্সে তার সিরিজ ‘দ্য ফেম গেম’ মুক্তি পেয়েছে। এই সিরিজটি দিয়ে ওটিটিতে যাত্রা করলেন মাধুরী। আর প্রথম যাত্রাই সাফল্যের মুখ দেখলো। মুক্তির প্রথম সপ্তাহে এটি ১১ মিলিয়ন ভিউ পেয়েছে। মাধুরী দীক্ষিত অভিনীত সিরিজটি নেটফ্লিক্সে গ্লোবাল টপে ৬ নম্বরে রয়েছে। শুধু তাই নয় ‘দ্য ফেম গেম’ নেটফ্লিক্সের ১৬টি দেশের মধ্যে শীর্ষ ১০ -এর মধ্যে স্থান পেয়েছে। শুধুমাত্র ভারতে নয়, মরিশাস, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়ও শীর্ষস্থান দখল করেছে। ত্রিনিদাদ এবং টোবাগো, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের অঞ্চলের শীর্ষ ১০ -এ রয়েছে। ২৫ ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ফেম গেম’ অনামিকা আনন্দের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তিনি একজন সুপরিচিত সুপারস্টার। যার জীবন ছিলো নিখুঁত। হঠাৎ করে তিনি অপহরণের শিকার হন। সিরিজটিতে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মানব কৌল, মুসকান জাফেরি, লক্ষবীর শরণ, গগন অরোরা এবং রাজশ্রী দেশপান্ডে।