October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 24th, 2023, 8:13 pm

ওটিটিতে মুক্তির অপেক্ষায় ‘পিলকুঞ্জ’

অনলাইন ডেস্ক :

ওটিটিতে মুক্তি পেতে চলেছে টেলি-পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। চলতি মাসেই ক্লিক নামে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পেতে চলেছে। তার আগে লঞ্চ হলো সিরিজটির ট্রেলার। ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং রিং এ বেল-এর যৌথ প্রযোজনায় ওয়েব সিরিজে নির্মিত হয়েছে। এতে নরখাদকের ঘটনা তুলে ধরা হয়েছে।

ওয়েব সিরিজটিতে টেলি-পর্দার জনপ্রিয় তারকা শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা ছাড়াও আরও অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহ পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃধা প্রমুখ। ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিরিজ। জানা গেছে, উত্তর প্রদেশের বাঘ সংরক্ষণ এলাকার পাশের একটি গ্রামকেই ঘিরেই তৈরি হয়েছে এই গল্পের পটভূমি। যেখানে হামেশাই হানা দিত নরখাদক। আর প্রাণ হারাতেন নিরীহ গ্রামবাসীরা।