September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 8:07 pm

ওপারেও দেখা যাবে ‘সুড়ঙ্গ’

অনলাইন ডেস্ক :

দেশের পাশাপাশি ওপার বাংলায়ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আসছে ঈদে নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ওপার বাংলায় সিনেমাটি মুক্তি দেখা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে লিখেছে: ‘আফরান নিশো শিগগিরই আসছে এবার বড় পর্দায়। রায়হান রাফির সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। দেখা হবে সিনেমা হলে।’ বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, সুড়ঙ্গ কলকাতাসহ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে দেখা যাবে। এটা সত্যি আনন্দের খবর। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির আইটেম গান ‘কলিজা আর জান’। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে গানটি। এই গানে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে গানের তালে কোমর দুলিয়েছেন আফরান নিশোও। ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। এটি চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফি।