October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 27th, 2021, 8:33 pm

ওপেনাররা টি-টোয়েন্টির মজা নষ্ট করে দিয়েছে: গেইল

অনলাইন ডেস্ক :

ক্রিকেটের ফরম্যাট দিনে দিনে আরও ছোট হয়ে আসছে। টি-টোয়েন্টির পর শুরু হয়েছে টি-টেন ক্রিকেট লিগ। যদিও এটা আন্তর্জাতিক স্বীকৃতি এখনও পায়নি। ভবিষ্যতে হয়তো পেয়েও যেতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটের অবিসংবাদিত ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের কাছে এখন আর ২০ ওভারের ক্রিকেট উপভোগ্য মনে হচ্ছে না। তিনি নজর দিয়েছেন ১০ ওভারের ক্রিকেটে। গেইলের মতে, ওপেনারদের সতর্ক ব্যাটিং টি-টোয়েন্টির মজাটাই নষ্ট করে দিয়েছে! এ মুহূর্তে আবুধাবিতে চলছে টি-১০ টুর্নামেন্ট। যেখানে নিয়মিতই বড় স্কোর গড়ছে দলগুলো। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলো ১৪০ থেকে ১৭০-৮০ স্কোরেই শেষ হচ্ছে। ‘টিম আবুধাবি’র হয়ে গেইল খেলেছেন ২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫২ রানের ইনিংস। স্ট্রাইক রেট ২২৬.০৮! এরপর টি-টোয়েন্টি নিয়ে হতাশা প্রকাশ করে ৪২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘একেবারে সোজা কথায় বললে, টি-টোয়েন্টিতে ওরা (ওপেনার) মজাটাই নষ্ট করে দিচ্ছে। কারণ, প্রথম ৪ ওভারে ওপেনাররা বেশি রান করতে পারে। কিন্তু তারা আক্রমণ শুরু করতে অনেক বেশি সময় নিচ্ছে।’ গেইল আরও বলেন, ‘আমার মনে হয় টি-১০ ক্রিকেটে যা হচ্ছে, টি-টোয়েন্টির শুরুটাও এমনই হয়েছিল। প্রথম ওভার থেকে ব্যাটাররা চালিয়ে খেলতে শুরু করত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এরপর থেকে অনেক ধীরগতির হয়ে গেছে। টি-১০ ক্রিকেট এসে এখন আবার হিটিংয়ের মান আরেকটু উঁচুতে নিয়ে গেছে। মাঝেমধ্যে টি-টোয়েন্টির ওপেনাররা হয়তো নিজেরা বড় ইনিংস খেলতে চায়। তাতে প্রথম ছয় ওভারে ওদের ব্যাটে যে আগুন থাকা উচিত, সেটা থাকে না। এখনকার এ ব্যাপারটা আমার ভালো লাগে না। কিন্তু টি-১০ একেবারে ঠিক আছে। আশা করি, সামনে আরও বেশি বেশি টি-১০ ক্রিকেট দেখব।’