নিজস্ব প্রতিবেদক:
প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৩৫০ রানের। সোমবার মাত্র ২৪ রানের জন্য সেই রেকর্ডে ভাগ বসাতে পারেননি ওয়ালটন মধ্যাঞ্চলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান। এদিন ১৬২ রানে মিজান আউট হয়ে গেলে ভেঙে যায় ৩২৭ রানের জুটি। এরপরও রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করা ওপেনিংয়ের এই জুটি প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে আবদুল মজিদ-রনি তালুকদার সর্বোচ্চ ৩৫০ রানের জুটিটি গড়েছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ জুটিতেও আছে মিজানুরের নাম। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২০১৭ সালে ৩৪১ রানের জুটি গড়েছিলেন এই ব্যাটার।
প্রথম শ্রেণিতে ওপেনিং জুটির সর্বোচ্চ রান
৩৫০- আবদুল মজিদ, রনি তালুকদার (ঢাকা বিভাগ, অক্টোবর ২০১৮)।
৩৪১- নাজমুল হোসেন, মিজানুর রহমান (রাজশাহী বিভাগ, ডিসেম্বর ২০১৭)।
৩২৭- মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান (ওয়ালটন সেন্ট্রাল জোন-বিসিবি নর্থ জোন, ডিসেম্বর ২০২১)।
৩১৪- আবদুল মজিদ, রনি তালুকদার (ঢাকা বিভাগ, ফেব্রুয়ারি ২০১৫)।
৩১২- তামিম ইকবাল, ইমরুল কায়েস (বাংলাদেশ, এপ্রিল ২০১৫)।
৩১১- নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, রাজশাহী ২০১৯)।
৩০৪- রনি তালুকদার, আবদুল মজিদ (ঢাকা বিভাগ, ২০১৭)।
আরও পড়ুন
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
ঐক্য অটুট রাখতে শরিকদের সঙ্গে বিএনপির সংলাপ শুরু
খুলনায় নিয়ন্ত্রণের বাইরে কাঁচাবাজার, নেই মনিটরিং