September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 6:57 pm

ওমরাহ ই-ভিসা: বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য বায়োমেট্রিক তথ্য আবশ্যক

ফাইল ছবি

ওমরাহ’র জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে বাংলাদেশসহ পাঁচটি দেশের ওমরাহ তীর্থযাত্রীদের অবশ্যই তাদের বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে, যার মধ্যে আঙুলের ছাপ রয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

অন্য চারটি দেশ হল- যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।

দ্য গাল্ফ নিউজ অনুসারে, আগ্রহী তীর্থযাত্রীদের সৌদি ভিসা বায়ো অ্যাপ ব্যবহার করতে হবে যা উল্লেখযোগ্য মুসলিম তীর্থযাত্রায় যোগদানের জন্য আঙুলের ছাপ ও সেলফি বায়োমেট্রিকের মাধ্যমে ভিসা নিবন্ধনের অনুমতি দেয়।

নতুন অ্যাপটি গত বছরের শেষের দিকে সৌদি সরকার মোবাইল ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক তালিকাভুক্তির অনুমতি দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে যাতে মক্কায় তীর্থযাত্রীরা ব্যক্তিগতভাবে ভিসা কেন্দ্রে যাওয়া এড়াতে পারেন এবং ভিসা ইস্যু করার জন্য মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক গ্রহণকারী দেশটিকে বিশ্বের প্রথমদের একটি করে তোলে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব একটি চিপসহ একটি ইলেকট্রনিক পাসপোর্ট প্রকাশ করেছে যা প্রমাণীকরণের উদ্দেশ্যে ব্যবহারকারীর বায়োমেট্রিক সংরক্ষণ করে।

—ইউএনবি