November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 8:02 pm

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে স্পর্শিয়া

অনলাইন ডেস্ক :

গেল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তাঁর স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি সিলেটের সন্তান। দেশের বাইরে থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কম্পানির পরিচালক পদে চাকরি করছেন। তবে বিয়েটা হয়েছে সমুদ্রের ধারে। কক্সবাজারে। জানা যায়, ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর পরদিন ইনানি বিচে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

সমুদ্র বিচে বিয়ে করার পরিকল্পনা নিয়ে ওই সময় স্পর্শিয়া জানিয়েছিলেন, সমুদ্র আর পাহাড় তাঁর ভীষণ প্রিয়। তাই তাঁর সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করার যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও তাঁর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন। বিয়ের পর স্বাভাবিকভাবে হানিমুন বিষয় চলে আসে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্পর্শিয়ার কাছে জানতে চাওয়া হয়, কবে কোথায় হানিমুনে যাচ্ছেন তাঁরা? এত দিন অবশ্য চুপই ছিলেন। বলেছিলেন, ‘হানিমুন বলব না, তবে আমরা দুজন মিলে কোথাও যাচ্ছি, এতটুকু বলতে পারি।’

গত বুধবার ফেসবুক মেসেঞ্জারে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। তিনি জানান, গেল ৭ মার্চ দুজন মিলে গিয়েছেন সৌদি আরবে। উদ্দেশ্য ওমরাহ পালন। এরই মধ্যে ওমরাহ পালন করেছেন। এখন অবস্থান করছেন মদিনায়। সেখান থেকে তিনি বলেন, ‘আমাদের দুজনের আগে থেকেই পরিকল্পনা ছিল। বিয়ের পর দুজন মিলে ওমরাহ পালন করব। তারপর কাজে ফিরব। সেভাবেই আমরা ওমরাহ পালন করতে এসেছি। কয়েক দিন পর দেশে ফিরব। আমার এটা দ্বিতীয়বার ওমরাহ করা। তবে নাওঈদের প্রথমবার। ভালো লাগছে। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলো।’