November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:25 pm

‘ওমর’ সিনেমায় রাজের সঙ্গী দর্শনা

অনলাইন ডেস্ক :

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘ওমর’-এ কোনো নায়িকা নেই, এত দিন এটাই জেনে এসেছেন সবাই। ছবির ঘোষণা, লুক প্রকাশ, ঈদের মুক্তির ঘোষণা—কোথাও পাওয়া যায়নি কোনো নারী চরিত্রের উপস্থিতি। গত বৃহস্প্রতিবার পরিচালক জানালেন, ‘ওমর’-এ আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। শুধু তাই নয়, শুটিংয়ের সময় ছবির নায়ক শরিফুল রাজ ও অভিনেতা নাসির উদ্দিন খানের সঙ্গে দর্শনা বণিকের তোলা একটি স্থিরচিত্রও প্রকাশ করেন প্রমাণ হিসেবে। এই খবরে অনেকেই চমকে গেছেন।

মোস্তফা কামাল রাজ বলেন, ‘ছবিতে দর্শনা বণিক আছেন চমক হিসেবে। এর বেশি কিছু বলতে চাই না, বাকিটা দর্শক হলে গিয়ে ছবি দেখবেন।’ ঢাকাই ছবিতে দর্শনা একেবারে অপরিচিত নন। দুটি ছবি করেছেন এখানে—দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ও শাহীন সুমনের ‘অন্তরাত্মা’। প্রথমটিতে দর্শনার সহশিল্পী জিয়াউল রোশান, সিয়াম আহমেদ। দ্বিতীয়টিতে শাকিব খান। ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেলেও ‘অন্তরাত্মা’ এখনো মুক্তি পায়নি। শুধু চলচ্চিত্রই নয়, এখানকার বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন দর্শনা।

টালিগঞ্জের পাশাপাশি এখন মুম্বাইয়েও কাজ করতে চলেছেন বাঙালি এই অভিনেত্রী। ‘ওমর’-এ রাজ, দর্শনা ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, তানভীর প্রমুখ। পরিচালক জানালেন, থ্রিলার গল্পের ছবি ‘ওমর’। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন। আগামী সপ্তাহ থেকে ছবির অভিনয়শিল্পীরা নামবেন প্রচারণায়।