October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 28th, 2021, 8:08 pm

ওমানে কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দামামা বেজে উঠেছে বিশ্বকাপের। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। অংশ নিতে আগামী ৩ অক্টোবর সকালে ওমানের উদ্দেশে যাত্রা করবে মাহমুদউল্লাহর দল। মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওমানে প্রথম রাউন্ডে বাংলাদেশ দল খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। গ্রুপ পর্ব টপকে লাল-সবুজ জার্সিধারীদের যেতে হবে আরব আমিরাতে পরবর্তী রাউন্ডে। এখন নিউজিল্যান্ড সিরিজের পর ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। তবে বেশিরভাগ ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলন করছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ছুটি কাটিয়ে আনুষ্ঠানিকভাবে তারা মাঠে ফিরবেন ১ অক্টোবর। অবশ্য এই সময় আনুষ্ঠানিক কোন অনুশীলন হচ্ছে না, ওমানের গিয়েই বাংলাদেশ দল অনুশীলন সারবে। তার আগে ১ অক্টোবর বিশ্বকাপের ফটোসেশনে অংশ নেবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। পরদিন করোনা টেস্টে অংশ নিতে হবে। করোনা নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই ৩ অক্টোবর সকালে বিমানে চড়বেন। ওমানে পৌঁছানোর পর একদিনের রুম কোয়ারেন্টিন শেষ করে অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন মাহমুদউল্লাহরা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করতে হবে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ খেলে পরদিন আবার ওমানে ফিরে আসবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই দলটির বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদশের বিশ্বকাপ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে। তিন ম্যাচ খেলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। উল্লেখ্য, ওমানে প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। সেখানকার শীর্ষ ও রানার্স-আপ সুযোগ পাবে সুপার-১২ রাউন্ডে। ‘বি’ গ্রুপের বাংলাদেশ ও ‘এ’ গ্রুপের শ্রীলঙ্কাকে সুপার-১২ নিশ্চিত করতে প্রথম পর্ব পেরিয়ে আসতে হবে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সুপার-১২ রাউন্ডে যাবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের গ্রুপ-২-এ। রানার্স-আপ হলে যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ-১-এ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন না রানার্স-আপ হবে, সেটা জানা নেই। কিন্তু আইসিসি একটা ধারা যোগ করে দিয়েছে। যেখানে বলা আছে, বাংলাদেশ প্রথম কিংবা দ্বিতীয় যাই হোক, তাদেরকে ধরা হবে ‘বি’ গ্রুপের সেরা (বি-১)। গ্রুপ ‘এ’ তে থাকা শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে গ্রুপের শীর্ষ বাছাই ধরা হয়েছে।