October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 8:26 pm

ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

কোভিড -১৯ এর নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খানের সভাপতিত্বে করোনা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে দক্ষিণ আফ্রিকা ফেরতদের আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করা হয়েছে।

এছাড়া সভায় করোনার টিকা দ্রুত বাড়ানোর পাশাপাশি রেজিস্ট্রেশন করা দুই লাখ লোককে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে একজন, কসবার তিন জন, নবীনগরের একজন ও সদর উপজেলার দু’জন বাসিন্দা দেশে এসেছে।

জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন এর সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি বক্তব্য দেন।

—ইউএনবি