September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 7th, 2023, 8:40 pm

ওয়ানডের বাংলাদেশ দলে রনি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলন করতে বৃহস্পতিবার চট্টগ্রামে এসেছেন রনি তালুকদার। পর দিন তিনি পেয়ে গেছেন ওয়ানডে দলে ফেরার সুখবর। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দলে যোগ করা হয়েছে রনিকে। সংবাদ বিবৃতিতে দ্বিতীয় ওয়ানডের আগের দিন এই খবর জানিয়েছে বিসিবি। তামিম ইকবালের আচমকা অবসরের পর দলে তৃতীয় ওপেনারের শূন্যতা দেখা দেয়। তবে তামিমের জায়গায়ই রনিকে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু পরিষ্কার করে জানায়নি বিসিবি। টি-টোয়েন্টি দলে থাকা শামীম পাটোয়ারি, নাসুম হোসেন, রিশাদ হোসেনের সঙ্গে আগের দিনই চট্টগ্রামে চলে আসেন রনি। শুক্রবার ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনও করেন তিনি।

তবে তখনও পর্যন্ত রনিকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সকালে অনুশীলন শেষ করে ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে যাওয়ার পর দুপুরে দেওয়া হয় বিসিবির বিবৃতি। গত মে মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হয় রনির। প্রথম ম্যাচে ১৪ বলে স্রেফ ৪ রান করে আউট হন ৩২ বছর বয়সী ওপেনার। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ে যান টি-টোয়েন্টিতে সম্ভাবনার ছাপ রাখা ওপেনার। তবে তামিমের অবসরের জের ধরে এক ম্যাচ পরই আবার তার সামনে খুলে গেল ওয়ানডের দুয়ার।