টানা আট ঘণ্টা ওয়াশরুমে আটকে রেখে সব শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এখন শিক্ষক শূন্য রয়েছে কক্সবাজার নার্সিং কলেজ।
নানা অনিয়ম দুর্নীতি এবং অর্থ লুটপাটের অভিযোগ তুলে শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন।
আন্দোলনের মুখে শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পদত্যাগ করে কলেজ থেকে বেরিয়ে যান শিক্ষকেরা।
এ পুরো ঘটনাটি আলোচনার জন্য সমন্বয় করেন কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিকেল অফিসার ডা. জি আর এম জিহাদুল ইসলাম ও ডা. আশিকুর রহমান।
এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল থেকে এক দফা আন্দোলন শুরু করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে ৫ শিক্ষক এবং ১১ ছাত্রকে আটকে রাখেন। পরে কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিকেল অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব এসে প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে শিক্ষকরা সবাই পদত্যাগ করেন।
ডা. জিহাদুল ইসলাম বলেন, ‘টানা কয়েক ঘণ্টা আলোচনার পর শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষকরা পদত্যাগ করেছেন। এখন কলেজটি শিক্ষক শূন্য হয়ে পরেছে। কীভাবে এই সংকট দূর করা যাবে সেটি ডিজিএমএন দেখবে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারা চিঠি লিখবেন।’
—–ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের