October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 3:15 am

‘ওরা ৭জন’ সিনেমার শুটিং সম্পন্ন

অনলাইন ডেস্ক :

গত অক্টোবরে একঝাঁক শিল্পী ঢাকা ছেড়েছিলেন। তালিকায় ছিলেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, খিজির হায়াত খানসহ অনেকেই। গন্তব্যটা ছিল সিলেট বিভাগ। কারণটা হলো- নির্মাতা খিজির হায়াত খানের নতুন ছবি ‘ওরা ৭ জন’। টানা ৫০ দিনের কাজ শেষে সোমবার শুটিং প্যাকআপ করছেন ‘জাগো’-খ্যাত এই নির্মাতা। খিজির জানান, শেষের ৪০ দিনের প্রতিটা দিনই কাজ চলেছে। শিল্পীরা একযোগে শুটিংয়ে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘আমিসহ কয়েকজন আরও দিন দশেক আগে থেকে শুটিং স্পটে কাজ করছি।

আর গত ৪০ দিন একটানা ক্যামেরা ওপেন থেকেছে। শুধু একদিন আমাদের অন্য একটা কাজ করতে হয়েছে, সেটাও সিনেমারই। পুরোটা কাজ আমরা একটানাই করলাম। খুবই ভালো লাগছে নির্বিঘেœ কাজটা শেষ করতে পেরে।’ মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠকে ছবিতে রূপকভাবে তুলে ধরা হচ্ছে। তাদের ভূমিকায় দেখা যাবে ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব ও খিজির হায়াত খানকে। এখানে মেয়েদের মধ্যে প্রধান চরিত্রে আছেন মম। তার নাম অপর্ণা সেন। তিনি মুক্তিযুদ্ধের সময় ভিন্নভাবে অবদান রাখেন। জানা যায়, মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে অর্থাৎ সিলেটের তামাবিল, লালখান ও দুর্গাপুরে এর দৃশ্যধারণ হয়েছে। ছবিটি মুক্তির প্ল্যান শিগগিরই জনানো হবে বলে জানান নির্মাতা।