October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 12th, 2021, 9:04 pm

ওসমানীনগরে এমপি মোকাব্বির খানের পূজামন্ডপ পরিদর্শন

এস.এ শফি, সিলেট :
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমেদ এর বাড়ীতে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, প্রবাসী গোলাম কিবরিয়া প্রমুখ।
পরে তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়ার বাবার জানাজায় অংশ গ্রহণ করেন। এসময় মোকাব্বির খান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানাযা শেষে মোকাব্বির খান ওসমানীনগর উপজেলার পাল বাড়ি পূজা মন্ডপ, হরিপুর শিববাড়ি পূজা মন্ডপ ইলাশপুর শিব ও দূর্গা মন্দির পরিদর্শন করেন।