October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 3rd, 2023, 8:19 pm

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের মেয়াদ বৃদ্ধি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের দায়িত্বে থাকবেন এই সাবেক কিংবদন্তি প্রোটিয়া পেসার। ডোনাল্ডের সঙ্গে সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়। এবার ভারতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়লো ডোলান্ডের। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোলান্ড। টেস্টে ৩৩০ ও ওয়ানডেতে ২৭২ উইকেট শিকার করেছেন তিনি।