ওয়ানডে র্যাংকিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদকৃত র্যাংকিংয়ে এ তথ্য প্রকাশ পেয়েছে।
সবশেষ ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দুই ধাপ এগিয়েছে নিউজিল্যান্ড। তিন নম্বর থেকে উঠে এখন এক নম্বরে অবস্থান তাদের। অন্যদিকে, শীর্ষস্থান থেকে চার নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের বর্তমান রেটিং পয়েন্ট ১২১। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। ভারত-ইংল্যান্ডের নামের পাশে সমান ১১৫ পয়েন্ট থাকলেও ভারত আছে তিনে।
র্যাংকিংয়ে আগের মতোই পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা, ছয়ে পাকিস্তান ও সাত নম্বরে রয়েছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯০।
আট নম্বরে উঠে এসেছে ক্যারিবীয়রা, তাদের রেটিং পয়েন্ট ৮২। ৯ নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট ৭৯। এছাড়া ৬২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে আফগানিস্তান।
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত