October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 8:04 pm

ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে অধিনায়ক লিটন

অনলাইন ডেস্ক :

চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টেও তিনি অনিশ্চিত। এই অবস্থায় লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২রা ডিসেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে টান লাগায় এই সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক তামিম। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের পাশাপাশি ওপেনিংয়েও বড় দায়িত্ব নিতে হবে লিটনকে। দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার জাতীয় দলকে মাত্র একবারই নেতৃত্ব দিয়েছিলেন। সেটা গত বছর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। তিনি হবেন বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক। তামিম চোট পাওয়ার পর নেতৃত্বের বিবেচনায় ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি সাকিব আল হাসান এবং টেস্টের সহ-অধিনায়ক লিটন দাস। শেষ পর্যন্ত লিটনকেই বেছে নিয়েছে বিসিবি।