অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের অকাল মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেটবিশ্ব। এমতাবস্থায় শেন ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক বলেছেন, শেন ওয়ার্নের ক্রিকেট দক্ষতার তুলনা করার সময় ঠিক ছিল না। তাকে এ বিষয়ে প্রশ্ন করাও উচিত হয়নি। তার জবাব দেওয়াও উচিত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেছিলেন, ওয়ার্নকে তিনি সর্বকালের সেরা মানেন না। সে তুলনায় তিনি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতীয় স্পিনারদের এগিয়ে রাখবেন। কারণ ভারতে ওয়ার্নের রেকর্ড খুবই সাদামাটা। গাভাস্কারের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ক্রিকেট সমর্থকেরা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের নিজের ভুল স্বীকার করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেন, ‘গত সপ্তাহটা ক্রিকেটবিশ্বের জন্য বেদনাদায়ক ছিল। আমরা আইকনিক দুই ক্রিকেটার রড মার্শ এবং শেন ওয়ার্নকে হারিয়েছি। একজন উপস্থাপক আমার কাছে জানতে চেয়েছিল যে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, এরপর আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আসলে উপস্থাপকের ওই প্রশ্নটা করা উচিত ছিল না বা আমার উত্তর দেওয়াটাও উচিত হয়নি। কারণ সময়টা তুলনা বা সমালোচনা করার মতো ছিল না। খেলার মান বৃদ্ধি করা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ওয়ার্ন। রড মার্শ সেই উইকেটরক্ষকের মধ্যে একজন যাকে এই খেলা সেরার মর্যাদা দিয়েছে। তার আত্মার শান্তি কামনা করি।’
আরও পড়ুন
আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব
মেসির হ্যাটট্রিক ও ১০০তম গোল, আর্জেন্টিনার জয় ৭-০ গোলে