October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 8:02 pm

ওয়াশিংটন পোস্ট বিক্রি করে ফুটবল দল কিনবেন জেফ বেজোস!

অনলাইন ডেস্ক :

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার মালিকানাধীন জনপ্রিয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে বিক্রি করে একটি ফুটবল দল কিনতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। তিনি ফুটবল দল ওয়াশিংটন কমান্ডারস কেনার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। তবে জেফ বেজোসের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটন পোস্ট বিক্রি করা হবে না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, সংবাদমাধ্যম ক্রয়-বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান দাবি করছে, তারা ওয়াশিংটন পোস্ট বিক্রির কথা শুনেছেন। জেফ বেজোস ২০১৩ সালে ২৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে ওয়াশিংটন পোস্ট কিনেছিলেন। ওয়াশিংটন পোস্টের একজন অন্যতম মালিক, যার একই সাথে নিউইয়র্ক পোস্টেরও মালিকানা আছে তিনি বলেছেন, ওয়াশিংটন পোস্ট বিক্রির জন্য নয়। নিউইয়র্ক পোস্ট বলছে, বেজোস ওয়াশিংটন কমান্ডারস এর বর্তমান মালিক ড্যান স্নাইডারের কাছ থেকে ফুটবল ক্লাবটি পাওয়ার জন্য পথ পরিষ্কার করছেন। জানা গেছে, ক্লাবটি ১৯৭৩, ১৯৮৮ এবং ১৯৯২ সালে তিনটি সুপার বোল ট্রফি জেতে। এবং ক্লাবটি এখন বড় মার্কেটে একটি উদীয়মান ফ্রাঞ্জাইসি হিসেবে অনেক বড় বিনিয়োগ পেতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বেজোস খুব সহজে ক্লাবটি কিনতে পারছেন না। ক্লাবটির বর্তমান মালিক ড্যান স্নাইডার সংবাদপত্রগুলোর উপর ক্ষিপ্ত হয়ে আছেন তার বিরুদ্ধে ক্লাবের বাজে ম্যানেজমেন্ট এবং যৌন হয়রানির সংবাদ ধারাবাহিকভাবে প্রচার করায়। ক্লাবের মধ্যে যৌন হয়রানির সুযোগ করে দেওয়ার অফিযোগে ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি ড্যন স্নাইডারকেও অভিযুক্ত করা হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন কমান্ডারস ফুটবল ক্লাবটি বিক্রির জন্য প্রথমবারের মত নিলামে তোলা হয়। কিন্তু নিলামে যারা ক্লাবটি শেয়ারের ভিত্তিতে কেনার জন্য আলোচনা করেছেন, তাদের সাথে জেফ বেজোস অংশ নেননি। বেজোস দাবি করে আসছেন কোন সংবাদপত্রের মালিক হওয়া তার লক্ষ ছিল না। কিন্তু তিনি বরাবর বলেন, ফুটবল তার প্রিয় খেলা। যদিও তিনি ফুটবল ক্লাব কেনার কথা কখনো সরাসরি বলেননি। জেফ বেজোসের মালিকানায় আসার পর ওয়াশিংটন পোস্ট সম্প্রসারিত হচ্ছিল তবুও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার পর ওয়াশিংটন পোস্ট দ্রুত সংকুচিত হয়ে পড়ে। ২০২২ সালে তারা লসের সম্মুখীন হয়। ফলে বেজোস এটি বিক্রি করে দেবেন বলে গুঞ্জন উঠেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস যদি ওয়াশিংটন কমান্ডারস ফুটবল ক্লাবটি কিনতে চান, তবে সেটি হবে ড্যান স্নাইডারের জন্য একটি কৌতুহলী পরীক্ষা। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের একজন জেফ বেজোস তার এই বিপুল সম্পদ নিয়ে কোনদিকে হাটেন সেটিই এখন দেখার বিষয়।