November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 8:11 pm

ওয়েব ফিল্মে ‘মার্ডার ৯০’ এ জুটি বাঁধছেন দীঘি-বাসার

অনলাইন ডেস্ক :

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নব্বই দশকের আলোচিত একটি হত্যাকা- নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দীঘি ও খাইরুল বাসার। প্রযোজক সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনা এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। ছবির গল্প নিয়ে খাইরুল বাসার বলেন, ‘নব্বই দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’ একসঙ্গে কাজ না করলেও দীঘির কাজ দেখেছেন খাইরুল বাসার। তাই তো সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তার মূল্যায়ন, “আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।” অন্য দিকে দীঘিরও পছন্দের অভিনেতার তালিকায় রয়েছেন খাইরুল বাসার। তার কথায়, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল কিন্তু তার সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে। ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’ ছবিটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’ ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।