November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 7:57 pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক মারলেন কোহলি

অনলাইন ডেস্ক :

২০১৯ সালের পর থেকে তার ব্যাটে সেঞ্চুরি নেই। অনেকেই বলতেন, নেতৃত্বের চাপে এমনটা হচ্ছে। গত কয়েক মাসে তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছেড়েছেন এবং হারিয়েছেন। নেতৃত্বের চাপ কমে গেছে। তারপরও ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য ভক্তদের অপেক্ষা বাড়ালেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শুক্রবার তিনি ‘ডাক’ মেরেছেন! ৪২ রানে ৩ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় শ্রেয়স আর পন্থের ব্যাটে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের ওপেনিং জুটি স্থায়ী হয় মাত্র ৩.৩ ওভার। জোসেফ আলঝারির বলে বোল্ড হয়ে ১৫ বলে ১৩ রানে থামেন ভারত অধিনায়ক রোহিত। তিনে নেমে ২ বল খেলে জোসেফের সেই ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি (০)। অপর ওপেনার শিখর ধাওয়ানকে (১০) প্যাভিলিয়নে ফেরত পাঠান ওডেন স্মিথ। এমন বিপর্যয়ে হাল ধরেন ঋষভ পন্থ আর শ্রেয়স আয়ার। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১১০ রানের জুটি। ৪৭ বলে ফিফটি করা পন্থ হেইডেন ওয়ালশের শিকার হলে জুটির অবসান হয়। তরুণ উইকেটকিপার ব্যাটারের ৫৪ বলে ৫৬ রানের জুটিতে ছিল ৬ চার ১ ছক্কা। অন্যদিকে তিন অংকের দিকেই এগোচ্ছিলেন শ্রেয়স। কিন্তু ১১১ বলে ৯ চারে ৮০ রানে তাকে থামান সেই ওয়ালশ। এ ছাড়া সূর্যকুমার যাদব (৬), দীপক চাহার ৩৮ বলে ৩৮ রান করে অবদান রাখেন। ৭ম উইকেটে দীপক আর ওয়াশিংটন গড়েন ৫১ বলে ৫৩ রানের জুটি। নির্ধারিত ৫০ ওভারে ভারত ২৬৫ রানে অল-আউট হয়। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ২টি করে নেন জোসেফ আর হেইডেন ওয়ালশ।