October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:45 pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসের লিডে এগিয়ে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেই ব্ল্যাকউডের জোড়া সেঞ্চুরির পরও ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪১১ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৫০৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ৯৬ রানের লিড পায় ইংলিশরা। সেই লিড চতুর্থ দিন শেষে ১৩৬। কারণ নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে বিনা উইকেটে ৪০ রান করেছে ইংল্যান্ড। ব্র্যাথওয়েট ও জার্মেই ব্ল্যাকউডের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৮৮ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ২১৯ রানে পিছিয়ে ছিলো ক্যারিবীয়রা। ব্ল্যাকউড ১০২ রানে আউট হলেও, ব্র্যাথওয়েট ১০৯ রানে অপরাজিত থেকে যান। চতুর্থ দিন পরের দিকের ব্যাটারদের নিয়ে লড়াই করার চেষ্টা করেন ব্র্যাথওয়েট। তবে আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের সাথে বড় জুটি গড়তে পারেননি তিনি। জোসেফ ১৯ ও হোল্ডার ১২ রানে আউট হন। আর দলীয় ৩৮৫ রানে সপ্তম ব্যাটার হিসেবে বিদায় নেন ব্র্যাথওয়েট। ৭১০ মিনিট ক্রিজে থেকে ১৭টি চারে ৪৮৯ বলে ১৬০ রান করেন তিনি। দীর্ঘ ইনিংস খেলে ইংল্যান্ড স্পিনার জ্যাক লিচের বলে বোল্ড আউট হন ব্র্যাথওয়েট। ব্র্যাথওয়েটের আউটের পর শেষ ৩ উইকেটে ২৬ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৪১১ রানে শেষ হয় তাদের ইনিংস। এতে লিড পায় ইংল্যান্ড। বল হাতে ইংল্যান্ডের লিচ ৩টি, বেন স্টোকস ও অভিষিক্ত সাকিব মাহমুদ ২টি করে উইকেট নেন। নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ১৫ ওভার ব্যাট করে ইংল্যান্ড। দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি ভালোভাবে দিন শেষ করেছেন। লিস ১৮ ও ক্রলি ২১ রানে অপরাজিত আছেন।