অনলাইন ডেস্ক :
নন্দিত নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্য-ইতিহাস আর দৃষ্টিনন্দন স্থানগুলো টিভি পর্দায় তুলে ধরার চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে। এবার সেই রেশ মিলছে তার নির্মিত নাটকেও। জানা গেছে, এবার তিনি নাটক নির্মাণের জন্য উড়ে গেছেন পর্যটন নগরী কক্সবাজারে। নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। এর অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।
হানিফ সংকেত জানান, সামাজিক অবক্ষয়ের এই যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত যুবক ও যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি। নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব