কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুটকী মার্কেটের সামনে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক কাউকে চেনা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম রেফার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
–ইউএনবি
আরও পড়ুন
চলতি অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০%: বাণিজ্য উপদেষ্টা
চাঁদপুরের ৬ উপজেলায় ৪৪টি কালভার্টসহ ১৯২ গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত
আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস