November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:04 pm

কক্সবাজার উপকূলে ভেসে এসেছে বিশাল মৃত তিমি

কক্সবাজার সমুদ্র উপকূলে বিশালাকার একটি মৃত তিমি ভেসে এসেছে। মঙ্গলবার (৮এপ্রিল) দুপুর ১২টার দিকে সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে তিমিটি ভাসতে দেখা যায়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে। তাই এটিকে তীরে এনে গর্ত করে পুঁতে ফেলার সিন্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের একই এলাকায় দুটি মৃত তিমি ভেসে আসে।

—-ইউএনবি