July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:30 pm

কঙ্গোতে রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক :

কঙ্গোর পূর্বাঞ্চলের বেনি শহরের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে আত্মঘাতী হামলাকারী ও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গত শনিবার এ হামলা হয়। দেশটির পুলিশ বলছে, রেস্তোরাঁ ভবনে ঢোকার সময় তারা বোমা হামলাকারীকে বাধা দেয়। বাধা পেয়ে হামলাকারী ভবনের প্রবেশপথেই নিজেকে বোমায় উড়িয়ে দেন। এতে হামলাকারী ও অপর পাঁচজন নিহত হন। খবর রয়টার্সের। হামলাটি এমন একটি অঞ্চলে হয়েছে, যেখানে কঙ্গোলিজ এবং উগান্ডার বাহিনী সন্দেহভাজন হিসেবে ইসলামপন্থিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী এডিএফকে দায়ী করেছেন দেশটির কর্মকর্তারা। গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট। তবে কোনো গোষ্ঠী প্রকাশ্যে এখন পর্যন্ত এ হামলার দায় নেয়নি। আঞ্চলিক গভর্নরের মুখপাত্র জেনারেল একেনজে সিলভাইন এক বিবৃতিতে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীকে নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছিলেন। কিন্তু পরে তিনি কোলাহলপূর্ণ রেস্তোরাঁটির প্রবেশপথেই বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ছয়জন নিহত এবং দুই স্থানীয় কর্মকর্তাসহ ১৪ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। বোমা বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে ৩০ জনের বেশি মানুষ ছিলেন বলে জানা গেছে।