February 1, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 25th, 2021, 12:31 pm

কচুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলায় বিশ্বরোড এলাকার কড়ইয়া এলাকায় এই দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন-উর্মি মজুমদার (২৪), রিফাত হোসেন (২২) ও সাদ্দাম হোসেন (২৮)। তাদের সবার বাড়ি কচুয়ায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান, সকাল ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা সিএনজিযোগে হাজিগঞ্জে আসছিলেন। পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে শিক্ষার্থীদের বহনকারী সিএনজিটি মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই রিফাত ও সাদ্দাম নিহত। এ সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে উর্মিও মারা যান। আহতদের কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি