অনলাইন ডেস্ক :
রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশে। এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা। ছাত্র-জনতার আন্দোলনের ফলে বিদায় নিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য সাধারণ জনগণের সঙ্গে তারকারাও ছাত্র আন্দোলনের পক্ষে ছাড়া আর কোনো বিষয়ে পোস্ট করলেই কমেন্ট বক্সে অসংখ্য কটূক্তি, গালাগাল আর অহেতুক সমালোচনা মুখে পড়ছে। বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন অভিনেত্রী তমা মির্জা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তমা লিখেছেন, ‘যারা আমাদের অনেকের পোস্টে এসে জিজ্ঞাসা করছেন ১৬ বছর কই ছিলা? সঙ্গে আরো যা যা বলছেন (কটূক্তি, গালাগাল, ট্রল) সেটা আপনার পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ! আচ্ছা আমার প্রশ্ন এখন, এত কথা যে বলছেন, সব মানুষের পোস্টে এসে কমেন্ট করে দেশপ্রেম প্রকাশ করছেন, আপনি নিজে কি ১৬ বছর দেশের বাইরে ছিলেন? না মানে, আপনার ফেসবুকে তো পূর্বের ১৬ বছরের কোনো বিদ্রোহী আওয়াজ পাচ্ছি না! যদিও এর মধ্যে ফেক আইডি অগণিত।
যাদের কাজ মানুষের আইডিতে গিয়ে বাজে কমেন্ট করা।’ তিনি আরো লিখেছেন, ‘শোনেন, আগে মানবিক হন। আমাদের বীর সাহসী ছাত্রযোদ্ধারা আমাদের জন্য, দেশের জন্য যা করেছে এবং এখনো যা করছে তা আমি, আপনি করার মতো সাহস ভবিষ্যতে আদৌ হবে কি না, জানি না। তাই চাই না বিচ্ছিন্ন কিছু অনাকাক্সিক্ষত ঘটনার জন্য তাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হোক। তাদের এখন অনেক দায়িত্ব যেটা তারা সততার সঙ্গে পালন করছে। আর আমার, আপনার দায়িত্ব নিজেদের শোধরানো। পারলে সেটা করেন, না পারলে আমার ওয়ালে কমেন্ট করতে আসবেন না। আপনাকে আমি চিনি না, চিনতে চাইও না।
আপনার বিকৃত মনমানসিকতা প্রকাশ পায় আপনার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে। ধন্যবাদ।’ তার পোস্টের কমেন্ট বক্সে আরিফুর রহমান হাসান নামের একজন লিখেছেন, ‘বাংলাদেশে? আমরা যদি প্রত্যেকে নিজের ধর্ম গ্রন্থ পড়াশোনা করতাম তাহলে আমরা অমানুষ হতাম না। আমাদের মানুষ থেকে দিন দিন মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে।’ আহমেদ নামের একজন লিখেছেন, ‘এটা অমানবিক কাজ। তবে এই যে হাতি মারায় দুঃখ প্রকাশ করছ এবং প্রতিবাদ জানাচ্ছ কখনো কি মানুষ মারার সময় প্রতিবাদ করেছিলা? আর করবাই কিভাবে। তোমার ভেতরে মানুষের জন্য মনুষ্যত্ব নাই।’
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী