রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যেতে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুপুর ২টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের