December 1, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 7:37 pm

কন্তে ‘অসম্মানজনক’ খবরে ক্ষুব্ধ

অনলাইন ডেস্ক :

টটেনহ্যাম হটস্পারের কোচ হিসেবে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আন্তোনিও কন্তে। তবে ইটালিয়ান সংবাদমাধ্যম সরগরম তার ইউভেন্তুসে ফেরার খবরে। মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে বরখাস্ত করে সাবেক কোচকে ইউভেন্তুসে ফেরানো হচ্ছে বলে গুঞ্জন চলছে। কন্তে অবশ্য ডালপালা গজানোর আগেই তা ছেঁটে দিলেন। বরং তিনি চরম বিরক্তি প্রকাশ করলেন এসব খবরে। কন্তের ইতালিতে ফেরার গুঞ্জন জোর ভিত্তি পায় মূলত ইউভেন্তুসের বাজে ফর্মের কারণে। চলতি মৌসুমের শুরু থেকেই ধুঁকছে তারা। চলতি মৌসুমে সিরি আয় তারা এখন আছে অষ্টম স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। কন্তের যোগসূত্র চলে আসে এখানেই। ২০১১ সালে ইউভেন্তুসকে দিয়েই প্রথম কোনো বড় ক্লাবে কোচিং ক্যারিয়ার শুরু তার। তিন মৌসুম দায়িত্বে ছিলেন, তিনবার লিগ শিরোপা জেতে ক্লাব। পরে ছেড়ে দেন দায়িত্ব। সেখান থেকে ইতালি জাতীয় দল, চেলসি ও ইন্টার মিলান ঘুরে কন্তে এখন টটেনহ্যামের দায়িত্বে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৫৩ বছর বয়সী কোচ ক্ষোভ প্রকাশ করলেন তার ইউভেন্তুসে ফেরার প্রশ্নে। “এসব খবর ইউভেন্তুসের কোচের জন্য যেমন অসম্মানজক, তেমনি টটেনহ্যামে কাজ করা আমার জন্যও অমর্যাদাকর। চুক্তি সই করার সঠিক সময় বলে কিছু নেই। আমার জন্য ও ক্লাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা বুঝতে পারা যে, আমরা একসঙ্গে কাজ করতে হাই ও একই পথে এগোতে চাই।” “যখন সময় হবে, আমি সম্ভাব্য সেরা সিদ্ধান্তই নেব। এই মুহূর্তে আমি এখানে খুবই খুশি।” প্রিমিয়ার লিগে এবার মৌসুমের শুরুটা খারাপ হয়নি টটেনহ্যামের। শনিবারের ম্যাচ জিতলে তারাই উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। ৭ ম্যাচে ম্যানচেস্টার সিটির সমান ১৭ পয়েন্ট তাদের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।