October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 3rd, 2023, 8:18 pm

কপাল পুড়লো মোহামেডানের

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে আটকে রেখে এক পয়েন্ট নেওয়ার স্বপ্ন দেখছিল মোহামেডান। কিন্তু শেষ মুহূর্তের গোলে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। ব্রাজিলিয়ান দোরিয়েলতনের দারুণ গোলে বসুন্ধরা কিংস ১-০ গোলে মোহামেডানকে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস সেরা সুযোগটি তৈরি করে ৫ মিনিটে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় লক্ষ্যভেদ করতে পারেনি। মিগুয়েলের নেওয়া কর্নার সুজন ফিস্ট করার পর বক্সের ভেতর থেকে দোরিয়েলতন গোমেজের বাইসাইকেল কিক ক্রসবারের ওপর দিকে লেগে বেরিয়ে গেছে। বিরতির আগ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ হাতে রেখেও সুজনকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। মোহামেডান স্ব-রূপে ফেরার চেষ্টা করেছে দ্বিতীয়ার্ধে। চোটের কারণে বড় তারকা সুলেমানে দিয়াবাতে নেই। তাই আক্রমণের নেতৃত্বে ছিলেন দানিয়েল ফেবলেস। শুরুতে এই ফরোয়ার্ড শট নেওয়ার আগেই এক ডিফেন্ডার সেটি ক্লিয়ার করে বিপদমুক্ত করেছেন। তার পর ৫৪ মিনিটে সতীর্থের আড়াআড়ি পাসে গোলমুখ থেকেও বলে টোকা দিতে ব্যর্থ হয়েছেন ভেনিজুয়েলার এই ফুটবলার। বসুন্ধরা ঝলক দেখিয়েছে শেষ মুহূর্তে। মোহামেডানের এক পয়েন্ট নেওয়ার স্বপ্ন নস্যাৎ করে দিয়েছেন দোরিয়েলতন। রবিনিয়োর বাঁ প্রান্তের কর্নারে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দারুণ হেডে বসুন্ধরার তিন পয়েন্ট নিশ্চিত করেছেন। অবশ্য এই গোল নিয়ে উত্তেজনাও ছড়িয়েছে ম্যাচে। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের নিপুকে ডাগ আউটে লালকার্ড দেখিয়েছেন রেফারি। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসি গোল শূন্য ড্র করেছে। বসুন্ধরা কিংস ৮ ম্যাচে সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। মোহামেডান এক ম্যাচ কম খেলে তৃতীয় হারে অষ্টম স্থানে আছে। চট্টগ্রাম আবাহনী ৪ ও ফর্টিস পেয়েছে ৮ পয়েন্ট।