October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 17th, 2022, 7:48 pm

কবি নাঈমের প্রেমে মৌসুমী হামিদ

অনলাইন ডেস্ক :

সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে ঘটনার সূত্রপাত। তার আগের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ নজরুল সাহেব জিজ্ঞাসা করলে সেজান জানায় সে আগাগোড়া একজন কবি। আগেও কবি ছিল বর্তমানেও কবি। নজরুল সাহেব বিরক্ত হয়ে জীবনবৃত্তান্ত ছিঁড়ে ফেলেন। রাগান্বিত স্বরে বলেন তার অফিসে কবির চাকরি নেই। এরপরই ঘটতে থাকে নানান ঘটনা। এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ‘কবি’ নামের একক নাটক।নাটকটি নির্মাণ করেছেন জহির খান। রচনা করেছেন আজম খান।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, মৌসুমী হামিদ, সোহেল খান, আহসান হাবিব, নাসিম, তন্ময়া তানিয়া প্রমুখ। কবি নাটকটি চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নুরুন্নবী তরুণ।নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত-জীবনের বাস্তব কিছু ঘটনাবলির সংযোজনে নির্মিত হয়েছে কবি নাট। শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘কবি’।’