November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 8:41 pm

কবীর সুমনের উচ্ছ্বাস দেখে যা বললেন আসিফ

অনলাইন ডেস্ক :

বাংলা গানের কিংবদন্তিশিল্পী কবীর সুমন। তার সঙ্গে দারুণ সখ্য গায়ক আসিফ আকবরের। আসিফের কয়েকটি গানের সুর করেছেন সুমন। এবার প্রথমবারের মতো একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন দুই বাংলার শ্রোতাপ্রিয় দুই গায়ক। গানটির কথা ও সুর করেছেন কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। বাংলা ঢোল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ই-মিউজিকের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। সোমবার (২৪ অক্টোবর) গানটির রেকর্ডিংয়ের ছবি ফেসবুকে প্রকাশ করেন আসিফ। নতুন গানের খবর জানিয়ে তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে ওঁর উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।’ সবশেষে এই গায়কের ভাষ্য, ‘জীবনে হয়তো কোনো দিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বি বন্ধুস্বজনদের দোয়া ছিল, মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’ পোস্টের সঙ্গে গানটির চারটি লাইনও প্রকাশ করেন আসিফ- ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর’। জানা গেছে, শিগগিরই ইউটিউবে আর্ব এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।