October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 21st, 2023, 7:49 pm

কবে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’

অনলাইন ডেস্ক :

গেল ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছে। তাই এবার আবারো নির্মাতা-অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব খান আসছে ‘রাজকুমার’ নিয়ে। রোববার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন নির্মাতা হিমেল আশরাফ। নির্মাতার ওই পোস্ট দেখে বোঝা যায়, ২০২৪ সালের ঈদুল ফিতরে আসবে ‘রাজকুমার’ সিনেমাটি। হিমেল আশরাফ আরও একটি পোস্টে বলেন, “গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে ‘প্রিয়তমা’র সকল রেকর্ড। আসছে!” জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমাটিতে শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবার কথা রয়েছে।

এদিকে ‘প্রিয়তমা’ প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এবার তিনি ‘রাজকুমার’র সঙ্গেও যুক্ত হবেন। আদনান জানান, ‘প্রিয়তমা’ প্রায় ৩৭ কোটি টাকার গ্রস সেল হয়েছে। যা ইতিমধ্যেই অলটাইম ব্লকবাস্টার। দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছে গেল ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’।