October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 7:39 pm

কবে মুক্তি পাবে সজলের ‘জিন’

অনলাইন ডেস্ক :

নাট্যাভিনেতা আবদুন নূর সজল নাটকের পাশাপাশি এখন সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন। গত কয়েক মাসে একাধিক সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তবে তার অভিনীত আলোচিত একটি সিনেমা হলো ‘জিন’। নাদের চৌধুরী পরিচালিত এ সিনেমাটির শুটিংয়ের পর অন্যান্য কাজ শেষ করে সেন্সর সার্টির্ফিকেটও সম্পন্ন হয়ে আছে অনেক আগেই। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। তবে কবেনাগাদ এটি প্রেক্ষাগৃহে আসবে তা কেউই সঠিকভাবে বলতে পারছেন না। এ সিনেমার অন্যতম একজন অভিনেতা সজল বলেন, আমি অভিনয়সহ অন্যান্য কাজ শেষ করে দিয়েছি। এখন পর্যন্ত এটি মুক্তির বিষয়ে আমি কিছুই জানি না। এটি ঠিক করার দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। তারাই ভালো বলতে পারবেন বিষয়টি নিয়ে। তবে এ সিনেমার সফলতা নিয়ে আমি আশাবাদী। এদিকে গত ঈদের আগেই আবু সাইয়িদের পরিচালনায় ‘সংযোগ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া চলতি মাসে আরেকটি নতুন সিনেমায় অভিনয়ের কথা রয়েছে সজলের।