November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 27th, 2021, 8:53 pm

কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড- ১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোভিড- ১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৭নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাক বাংলো প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মো.মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাহবুবুল আলম ভূইয়া,কমলগঞ্জ সরকারি গণ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিঞা,জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন প্রমূখ। এসময়  কমলগঞ্জ সরকারি গণ মহা বিদ্যালয়, বি এ এফ‌ শাহীন স্কুল এন্ড কলেজ ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হয়।