অনলাইন ডেস্ক :
চলতি মাসে মুক্তি পাবে অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত হরর কমেডি সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’। এই সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো কমেডি সিনেমায় তাকে দেখবেন দর্শকরা। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা লক্ষ্য করা গেলেও কমেডি সিনেমায় অভিনয় নিয়ে সন্তুষ্ট নন এই অভিনেত্রী। তার মতে, কমেডি সিনেমায় নারী চরিত্রগুলোকে অবমূল্যায়ন করা। এই ধারার সিনেমাগুলোর গল্প পুরুষ চরিত্রকে ঘিরে লেখা হয়। সম্প্রতি গণমাধ্যমে কিয়ারা বলেন, ‘কমেডি সিনেমাগুলোতে নারী চরিত্র সবসময়ই নিষ্ক্রিয় থাকে। খুব কম কমেডি সিনেমাতেই নারীর প্রধান্য থাকে। কমেডি সিনেমার হিরোর সঙ্গে হিরোইনের তুলনা করতে চাইলেও কেউ বিশেষ কিছু খুঁজে পাবে না। অথচ নারীদেরও আরও অনেককিছু করার ক্ষমতা আছে। হিরোর মতো অ্যাকশন বা কৌতুক করার যোগ্যতা আমাদেরও আছে এবং আমি সেই ভূমিকায় নিজেকে উপস্হাপন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও এটা সত্য যে, আমাদের কমেডি সিনেমাগুলোর স্ক্রিপ্ট হিরোর কথা মাথায় রেখেই লেখা হয়ে থাকে। আমার মন্তব্য শুনে হয়তো অনেকে বলতে পারেন, কেন এই কথাগুলো নির্মাতাদের বলছি না! সেই জায়গা থেকে বলবো, শিগগিরই নির্মাতাদেরও বিষয়টিতে অবগত করার চেষ্টা করব।’ কিয়ারার এমন মন্তব্যের পর অনেকেই সমালোচনা করছেন নেটদুনিয়ায়। কেননা ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় অভিনয় শুরুর আগে তিনি বলেছিলেন, সিনেমাটিতে কাজের সুযোগ পাওয়ায় তিনি সৌভাগ্যবান! এ প্রসঙ্গে কিয়ারার জবাব, ‘নির্মাতা যখন সিনেমাটিতে অভিনয়ের জন্য অনুরোধ করেন তখন বিশেষ কারণে না করতে পারিনি। তাছাড়া ভুল ভুলাইয়া সিনেমার সাফল্য সিক্যুয়েলটিতে অভিনয়ের আগ্রহ তৈরি করেছিল।’ উল্লেখ্য, ভুল ভুলাইয়া টু সিনেমাটি আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে অক্ষয় কুমার-বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’র সাফল্য এই সিনেমাটি কতটা ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয়!
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব