অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ব্যক্তিগত করদাতাদের জন্য বিদ্যমান ৩ লাখ টাকা থেকে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন।
তিনি ৬৫ বছরের বেশি বয়সী নারী ও প্রবীণ নাগরিকদের জন্য থ্রেশহোল্ড ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেন।
এছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকায় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিল যথাক্রমে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ লাখ ৫০ হাজার টাকা।
যুদ্ধাহত গেজেট মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা হবে ৫ লাখ টাকা, যা ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে বেড়েছে।
কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষ ব্যতীত সকল শ্রেণীর ব্যক্তিগত করদাতাদের জন্য প্রস্তাবিত করের হার এবং ট্যাক্স স্ল্যাবগুলো হলো: প্রথম ৩ লাখ ৫০ হাজার টাকার ওপর কোনো কর থাকবে না, পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ কর; পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ; পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ; পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ এবং মোট আয়ের ভারসাম্যের ওপর ২৫ শতাংশ আয়কর।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি